• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সাভারে তীব্র গ্যাস সঙ্কটের প্রতিবাদে তিতাস অফিস ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ ও মানববন্ধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০২৩

সীমা আক্তার ছোঁয়া, সাভার প্রতিনিধি:
সাভারে পাইপলাইনে গ্যাসের চাপ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গ্রাহকরা।
রোববার (১৩ আগস্ট) সকাল থেকে গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে তেঁতুলঝোড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা বৃষ্টি উপেক্ষা করেই এ ঘেরাও কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা বলেন, গ্যাস ব্যবহার না করেও আমাদের প্রতি মাসে বিল দিতে হচ্ছে। গ্যাস লাইনে ত্রুটি রয়েছে। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ সমস্যা সমাধান করছে না।
তেঁতুলঝোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার পানপাড়া, নয়াপাড়া, দত্তপাড়া, ভাওয়ালিয়া, কুটিবাড়ি, মাঝিপাড়া, কৃষ্ণনগর গ্রামের চার শতাধিক বাড়িতে আমরা রান্না করতে গ্যাস পাই না। দীর্ঘদিন ধরে বিরতিহীনভাবে গ্যাস সরবরাহ না থাকায় আমাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
ভুক্তভোগী গ্রাহকেরা জানায়, বারবার অভিযোগ করেও গ্যাস সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আজ তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়ছি। এ সময় বিক্ষোভকারীরা সাতদিনের আলটিমেটাম দেন এবং সাতদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা আবারও তিতাস গ্যাস অফিস ঘেরাও করার ঘোষনা দেন।
এ সময় প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বিক্ষোভকারীদের সাতদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads